অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী অধিনায়ক প্যাট কামিন্স অ্যাশেজ সিরিজের প্রথম টেস্টে মাঠে নামার আশা রাখছেন এখনো। সম্প্রতি পিঠের চোটে ভুগলেও ধীরে ধীরে তিনি বল হাতে ফেরার প্রস্তুতি নিচ্ছেন। অ্যাশেজের উদ্বোধনী টেস্ট শুরু হবে ২১ নভেম্বর পার্থে। তার আগে এখনো অনুশীলনে বোলিং শুরু করতে পারেননি প্যাট কামিন্স, তবে সোমবার সিডনিতে তিনি জানান, ফিরতে সময় লাগলেও এখনো আশা ছাড়ছি না। কামিন্স বলেন, “সত্যি বলতে এখনো কিছুটা অনিশ্চিত। তবে সময় হাতে আছে এখনো। আজ দৌড় শুরু করেছি, প্রতি দুই দিন পর পর দৌড়াচ্ছি, প্রতিবারই দূরত্ব বাড়াচ্ছি। আগামী সপ্তাহে বোলিং অনুশীলন শুরু করার পরিকল্পনা আছে। হয়তো পুরো গতিতে বল করতে আরও দু-এক সপ্তাহ লাগবে। তবে প্রতিদিনই অবস্থার উন্নতি হচ্ছে।” অস্ট্রেলিয়া অধিনায়ক জানেন যে, প্রথম টেস্টে খেলতে হলে দ্রুতই নেটে বোলিং শুরু করতে হবে। সে বিষয়ে তিনি...