প্রস্তাবিত ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ জারির দাবিতে সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা রাজধানীর শিক্ষা ভবনের সামনে অবস্থান নিতে শুরু করেছে। সোমবার (১৩ অক্টোবর) সাত কলেজের শিক্ষার্থীরা তাদের পূর্ব ঘোষণা অনুযায়ী ‘লং মার্চ টু শিক্ষাভবন’ কর্মসূচি পালন করেন। এর আগে আন্দোলনকারীরা জানান, আমরা এখন এমন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি, যেখানে এক কদম পিছু হটা মানে বছরের পর বছর ধরে গড়ে ওঠা আশা ও আত্মত্যাগকে ধ্বংস করা। ২০২৪-২৫ এ শুরু হওয়া এ আন্দোলন শুধু দাবি নয়, এটি আমাদের অস্তিত্বের লড়াই। তারা আরও জানান, রাজধানীর সরকারি সাত কলেজের ইতিহাসে এত সুশৃঙ্খল, পরিকল্পিত ও পরিণত আন্দোলন আগে...