ইসরায়েলি সেনাবাহিনী নিশ্চিত করেছে, সাতজন জিম্মিকে গাজা থেকে মুক্ত করে রেড ক্রসের কাছে হস্তান্তর করা হয়েছে। এখন তারা ইসরায়েলি বাহিনীর সঙ্গে যোগ দিতে পথে রয়েছে—বলে জানিয়েছে সংবাদ সংস্থা এএফপি। এই খবরে তেলআবিবের ‘হোস্টেজ স্কয়ারে’ উপস্থিত মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে উচ্ছ্বাস। সেখানে জিম্মি পরিবারের স্বজন ও সাধারণ মানুষ জড়ো হয়ে অপেক্ষায় ছিলেন খবরের জন্য। তেলআবিবের হোস্টেজ স্কয়ার থেকে প্রতিবেদক ড্যানিয়েল বফি জানান, কয়েক হাজার মানুষ উপস্থিত ছিলেন সেখানে। মঞ্চ থেকে ঘোষণা দেওয়া মাত্রই চারদিক থেকে গর্জে ওঠে উল্লাস—জিম্মিদের একটি অংশ ইসরায়েলি সেনাদের কাছে পৌঁছে গেছে। ইসরায়েলি সরকার বা সেনাবাহিনী এখনো আনুষ্ঠানিকভাবে এই খবর নিশ্চিত করেনি। তবে ইসরায়েলি সংবাদমাধ্যম জানিয়েছে, যাদের মুক্তি দেওয়া হয়েছে, তাদের মধ্যে রয়েছেন মাতান আংগ্রেস্ট, গাই গিলবোয়া দালাল, আলোন ওহেল, গালি বারমান, জিভি বারমান, এয়তান মর এবং ওমরি...