বাংলাদেশে ২০২৫ সালে মুদ্রাস্ফীতির হার ছুঁয়েছে প্রায় ১১ শতাংশ। অর্থাৎ, ব্যাংকে জমা প্রতিটি টাকা বছরের শেষে তার আসল মূল্য হারাচ্ছে। এই অবস্থায় যারা চান তাদের সঞ্চয়কে শুধু নিরাপদ রাখবেন না, বরং বাড়তি আয়ও করবেন, তাদের জন্য সঠিক বিনিয়োগের চয়ন এখন জরুরি। সঠিক পরিকল্পনা ও কার্যকর বিনিয়োগের মাধ্যমে সঞ্চয়কে রক্ষা করা এবং অর্থ বৃদ্ধি করা সম্ভব। ৫টি বাস্তবভিত্তিক ও লাভজনক বিনিয়োগ মাধ্যম, যেগুলো সঞ্চয়কে শুধু নিরাপদই রাখবে না, আয়ও বাড়াতে সাহায্য করবে। বাংলাদেশ সরকারের সঞ্চয়পত্র দীর্ঘদিন ধরে সবচেয়ে নিরাপদ ও স্থিতিশীল বিনিয়োগ মাধ্যম হিসেবে পরিচিত। বর্তমানে এতে বাৎসরিক মুনাফা প্রায় ১২.২৫%, যা মুদ্রাস্ফীতির হারকে ছাড়িয়ে যায়। একক নামে সর্বোচ্চ ৩০ লাখ এবং যৌথ নামে ৬০ লাখ টাকা পর্যন্ত বিনিয়োগ করা সম্ভব। iFarmer একটি আধুনিক এগ্রো-ফিনটেক প্ল্যাটফর্ম। এখানে কৃষকদের প্রকল্পে বিনিয়োগ করে...