চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মেরামতের সময় শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র (এসি) বিস্ফোরণ হয়ে তিনজন শ্রমিক দগ্ধ হয়েছেন। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে হাসপাতালের ৩৩ নম্বর ওয়ার্ডে এ বিস্ফোরণের ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। আহতরা হলেন, তানভীর, মেশকাত ও শওকত। এসি মেরামতের এই শ্রমিকদের বয়স ২৮ থেকে ৩০ বছরের মধ্যে। হাসপাতালের পুলিশ ফাঁড়ির এসআই আলাউদ্দিন তালুকদার বলেন, সপ্তম তলায় ওই ওয়ার্ডের বাইরের দিকে এসির কাজ করার সময় তিনজন আহত হয়েছেন। তাদের বিভিন্ন ওয়ার্ডে ভর্তি করানো হয়েছে। হাসপাতালের বার্ন ইউনিটের প্রধান ডা. রফিক উদ্দিন আহমেদ বলেন,...