বাংলাদেশের তরুণ কৃষি উদ্যোক্তা, নারী, কৃষক ও খাদ্য প্রক্রিয়াজাতকারীদের সহায়তার জন্য আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিলকে (আইএফএডি) সামাজিক ব্যবসা তহবিল গঠনের আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।রোববার (১২ অক্টোবর) ইতালির রাজধানী রোমে আইএফএডির প্রেসিডেন্ট আলভারো লারিওর সঙ্গে বৈঠকে তিনি এ আহ্বান জানান।প্রধান উপদেষ্টা বলেন, দারিদ্র্যসীমার নিচে থাকা মানুষের কল্যাণে একটি সামাজিক ব্যবসা তহবিল গঠনের আহ্বান জানায়। এ তহবিল স্বাস্থ্যসেবা, কৃষক, তরুণ, নারী উদ্যোক্তা ও মৎস্যখাতের উন্নয়নে সহায়ক ভূমিকা রাখবে। বৈঠকে উভয় পক্ষ বাংলাদেশের কৃষি, খাদ্য ও সামাজিক ব্যবসা খাতে সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা করেন।বৈঠকে গভীর সমুদ্রে মৎস্য শিল্প গড়ে তোলা, আম ও কাঁঠালের রপ্তানি বৃদ্ধি, জলবায়ু সহনশীল কৃষি উদ্যোক্তা তৈরি, এবং মহিষের দুধ দিয়ে মোজারেলা চিজসহ দুগ্ধজাত পণ্য উৎপাদনে সহায়তা নিয়েও আলোচনা করা হয়। এ সময় এসব সম্ভাবনাময়...