জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রাম শিঘ্রই টিভির পর্দা দখল নিতে চলেছে। মেটা তাদের ভিডিও কনটেন্ট আরও সম্প্রসারণের অংশ হিসেবে ইনস্টাগ্রামের জন্য একটি নির্দিষ্ট টিভি অ্যাপ চালু করার পরিকল্পনা করছে। ব্লুমবার্গ স্ক্রিনটাইম কনফারেন্সে ইনস্টাগ্রাম প্রধান অ্যাডাম মসেরি এ পরিকল্পনার কথা প্রকাশ করেন। এই নতুন অ্যাপের মাধ্যমে রিলসের মত ভার্টিকাল ভিডিও এখন টিভিতেও দেখা যাবে। ব্যবহারকারীরা তাদের সোফায় বসে টিভির বড় পর্দায় স্ক্রল করে রিল দেখতে পারবেন যেভাবে এখন ফোনে দেখা হয়। মসেরি বলেন, “যদি দর্শকরা সামাজিক যোগাযোগমাধ্যমের কনটেন্ট টিভিতে দেখতে শুরু করেন তাহলে ইনস্টাগ্রামও চায় সব প্রাসঙ্গিক ডিভাইসে আকর্ষণীয়ভাবে উপস্থিত হতে।” এ সময় তিনি এটা কয়েক বছর আগেই শুরু না করায় আক্ষেপ করেন। তবে এই টিভি অ্যাপের মাধ্যমে নেটফ্লিক্সের মতো এক্সক্লুসিভ কনটেন্ট বা স্পোর্টস শো দেখা যাবে না। ইনস্টাগ্রাম এখনই কোনো...