এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলছেন, চাঁদাবাজি, দখলদারিত্ব, সিন্ডিকেট, মাদক ব্যবসা এবং বিভিন্ন দুর্নীতি ও অপকর্মের বিরুদ্ধে জনমত গঠন করার লক্ষ্যে পঞ্চগড় সহ পাঁচ উপজেলায় লং মার্চের ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)। শনিবার (১১ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে পঞ্চগড় শহরের চৌরঙ্গী মোড়ে জুলাই স্মৃতিস্তম্ভ এলাকায় লংমার্চের সমাপনী বক্তব্যে তিনি বলেন, এর আগেও এনসিপির অনুষ্ঠানের সময় বিদ্যুৎ চলে গেছে। তিন দিন ধরে একই ঘটনা ঘটছে। যারা এর সঙ্গে জড়িত, তাদের জবাব দিতে হবে। এর আগে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম পঞ্চগড় পৌর শহরের সুগার মিল এলাকা থেকে এক হাজার মোটরসাইকেল নিয়ে এই লংমার্চের উদ্বোধন করেন। লংমার্চের শুরুতে সারজিস আলম নিজে একটি পিকআপ ভ্যানে চড়ে অংশ নেন এবং চাঁদাবাজি, দখলদারিত্ব, সিন্ডিকেট ও দুর্নীতির বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। লংমার্চটি...