জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে দ্বিতীয় দিনের যুক্তিতর্ক আজ (১৩ অক্টোবর) উপস্থাপন করা হবে। সোমবার বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইবুনাল ১-এ যুক্তিতর্ক অনুষ্ঠিত হবে। গতকাল প্রথম দিনে যুক্তিতর্ক তুলে ধরেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম, এবং সেই সঙ্গে বিচারকাজ সরাসরি সম্প্রচার করা হয়। আজকের শুনানিতে চিফ প্রসিকিউটর শুরুতেই আওয়ামী লীগের ৭২’র দুঃশাসনকাল তুলে ধরেন। তিনি বলেন, "সেখান থেকেই শুরু হয় ফ্যাসিবাদের উত্থান। বাকশাল ব্যবস্থা কায়েম করে রক্ষীবাহিনী দিয়ে ৩০ হাজার মানুষকে যে প্রক্রিয়ায় হত্যা করা হয়, একই পদ্ধতি টানা ১৭ বছর প্রয়োগ করেন হাসিনা।" যুক্তিতর্কে আরও উঠে আসে বিচারবিভাগ ধ্বংস, পিলখানা হত্যাকান্ডে সশস্ত্র বাহিনীর মনোবল ধ্বংস, গুম ও ক্রসফায়ারের ইতিহাস। প্রসিকিউশন আসামিদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির দাবি জানান। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম গুম মামলার...