যুদ্ধবিরতি চুক্তির অংশ অনুযায়ী ইসরাইলি জিম্মিদের মুক্তি দেওয়া শুরু করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। এরইমধ্যে প্রথম ধাপে সাত জিম্মিকে মুক্তি দিয়েছে গোষ্ঠীটি। যুক্তরাষ্ট্র থেকে ইসরাইলের পথে থাকা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এয়ার ফোর্স ওয়ানে থেকেই জিম্মি মুক্তির সরাসরি সম্প্রচার দেখছেন। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট জানিয়েছেন, ইসরাইলের উদ্দেশে আকাশ পথে রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এয়ার ফোর্স ওয়ানে বসেই গাজা থেকে ইসরাইলি জিম্মিদের মুক্তির সরাসরি সম্প্রচার দেখছেন তিনি। President Trump watching from Air force one the hostage handover.As shared by@PressSecon@instagrampic.twitter.com/veRcybTYhR— White House News (@whnews47)October 13, 2025 President Trump watching from Air force one the hostage handover.As shared by@PressSecon@instagrampic.twitter.com/veRcybTYhR হোয়াইট হাউসের সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাম্পের দেখা লাইভ স্ট্রিমিংয়ের একটি ছবি শেয়ার করে তার ক্যাপশনে লেখেন, ‘ইতিহাস সৃষ্টি হচ্ছে’। সিএনএনের প্রতিবেদনে বলা...