১৩ অক্টোবর ২০২৫, ১২:৪৪ পিএম | আপডেট: ১৩ অক্টোবর ২০২৫, ১২:৪৪ পিএম বাগেরহাটের মোল্লাহাটে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নে নারীদের সম্পৃক্ত করতে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সকালেই মোল্লাহাট উপজেলার গাওলা গ্রামে এ উঠান বৈঠকের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাগেরহাট-১ (ফকিরহাট-মোল্লাহাট-চিতলমারী) আসনের বিএনপির মনোনীত সাবেক সংসদ সদস্য প্রার্থী ইঞ্জিনিয়ার মাসুদ রানা। উঠান বৈঠকে প্রধান অতিথি ইঞ্জিনিয়ার মাসুদ রানা বলেন, তারেক রহমানের ৩১ দফা হলো গণমানুষের মুক্তির রূপরেখা। এই কর্মসূচির মাধ্যমে নারীরা যেমন সামাজিক ও অর্থনৈতিকভাবে ক্ষমতায়িত হবে, তেমনি দেশে একটি সুশাসন প্রতিষ্ঠিত হবে। তিনি আরও বলেন, নারী সমাজ এগিয়ে এলে দেশ এগিয়ে যাবে। তাই প্রতিটি ওয়ার্ড, ইউনিয়ন ও গ্রামে নারীদের সক্রিয়ভাবে সম্পৃক্ত করতে হবে, যাতে তারা জাতীয় রাজনীতি ও উন্নয়ন কর্মকাণ্ডে অংশ...