রাজধানীতে ছিনতাইকারী সন্দেহে মো. তুহিন (২৬) ও আব্দুল হাকিম মিয়া (২৫) নামে দুই যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। সোমবার (১৩ অক্টোবর) ভোরে যাত্রাবাড়ীর কুতুবখালী এলাকায় এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে তারা চিকিৎসাধীন রয়েছেন। বিষয়টি নিশ্চিত করে যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এস আই) আব্দুল করিম গণমাধ্যমকে বলেন, যাত্রাবাড়ীর কুতুবখালী এলাকায় ভোরে ছিনতাই করার সময় স্থানীয় জনতা গণপিটুনি দিলে দুইজন গুরুতর আহত হন। পরে...