বয়স মোটে ১৪। প্রথম শ্রেণির ক্রিকেটে অভিজ্ঞতা স্রেফ ৫ ম্যাচের। স্বীকৃত ক্রিকেটের তিন সংস্করণ মিলিয়ে ২০ ম্যাচও খেলা হয়নি এখনও। কিন্তু ভারতীয় ক্রিকেটে অবিশ্বাস্য উত্থানের পথচলায় আরও একবার খবরের শিরোণামে বৈভাব সুরিয়াভানশি। বিহার রাজ্য দলের সহ-অধিনায়কের দায়িত্ব পেয়েছেন ভারতের এই বিস্ময় বালক। রাঞ্জি ট্রফির নতুন মৌসুমের প্রথম দুই ম্যাচের স্কোয়াডে অধিনায়ক সাকিবুল গানির পাশে সহকারী হিসেবে রাখা হয়েছে সুরিয়াভানশিকে। ভারতের ঐতিহ্যবাহী এই প্রথম শ্রেণির ক্রিকেট আসরের নতুন মৌসুম শুরু হচ্ছে বুধবার। সুরিয়াভানশি গত কয়েক মাসে ব্যস্ত ছিলেন ভারতের অনূর্ধ্ব-১৯ দলের হয়ে বিভিন্ন সিরিজে। যুব দলেও তিনি নেতৃত্বে নেই। মূলত বিস্ময়কর ব্যাটিং দিয়েই ভারতীয় ক্রিকেট তথা বিশ্ব ক্রিকেটে চর্চায় আছেন তিনি। এবার নেতা হিসেবে আলোচনায় এলেন প্রথমবার। গত বছর থেকেই ভারতীয় ক্রিকেটে তুমুল শোরগোল চলছে তাকে নিয়ে। সেই আলোচনা গত এক...