গাজায় হামাসের মুক্তি দেওয়া সাত ইসরায়েলি জিম্মি এখন ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) এর হাতে আছে বলে সামরিক বাহিনীটি জানিয়েছে। তবে তারা এখনও ইসরায়েলি বাহিনীর হেফাজতে গাজা ভূখণ্ডেই আছেন বলে নিশ্চিত করেছে আইডিএফ। ইসরায়েলি সামরিক বাহিনীর একটি সূত্র রয়টার্সকে জানিয়েছেন, রেডক্রস ইসরায়েলি জিম্মিদের ইসরায়েলি সামরিক বাহিনীর হাতে তুলে দিয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনী মুক্তি পাওয়া জিম্মিদের হেলিকপ্টারে করে ইসরায়েলের দক্ষিণাঞ্চলের এক সামরিক ঘাঁটিতে নিয়ে যাবে বলে জানা গেছে। সোমবার সকালে গাজায় প্রথম সাত ইসরায়েলি জিম্মিকে রেডক্রসের হাতে তুলে দেয় হামাস, এ প্রক্রিয়ার সঙ্গে জড়িত এক কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে এমনটি জানান। রেডক্রসের কাছে জিম্মিদের প্রথম দলটিকে হস্তান্তর করা হয়েছে, এমন খবর আসতেই ইসরায়েলের তেল আবিব শহরের ‘জিম্মি চত্বরে’ জড়ো হওয়া কয়েক হাজার মানুষ আনন্দে ফেটে পড়েন। ‘জিম্মি চত্বরে’ একটি বিশাল ডিজিটাল পর্দার...