মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের শান্তি পরিকল্পনা অনুযায়ী ইসরায়েলের সঙ্গে হওয়া প্রথম পর্যায়ের যুদ্ধবিরতি চুক্তির আওতায় হামাস তাদের হাতে থাকা কয়েক ডজন জিম্মিকে মুক্তি দিতে যাচ্ছে। আটক ও কারাগারে বন্দি মিলিয়ে প্রায় দুই হাজার ফিলিস্তিনিকে মুক্তি দেওয়ার বিনিময়ে সোমবার হামাস এই জিম্মিদের ছাড়তে যাচ্ছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। দুই বছর আগে হামাসের হাতে আটক হওয়া এ জিম্মিদের বেশিরভাগই মৃত, তাদের দেহাবশেষ ফিরিয়ে দেওয়ার কথা রয়েছে। ৪৮ জিম্মির মধ্যে কেবল ২০ জনই এখনও জীবিত আছে বলে ধারণা করা হচ্ছে। জীবিত যে জিম্মিদের ছাড়া হবে তাদের বেশিরভাগকেই তুলে নেওয়া হয়েছিল দক্ষিণ ইসরায়েলের কিবুতস রেইমের কাছে নোভা সঙ্গীত উৎসবের স্থান থেকে। এদের মধ্যে আছে ২৪ বছর বয়সী এভইয়াতার দাভিদ, যাকে অগাস্টে হামাসের এক ভিডিওতে দেখা গেছে। ওই ভিডিওকে কঙ্কালসার দাভিদকে কিছু একটা খুঁড়তে...