ন্যায্য হিস্যার দাবিতে এবং সীমাহীন বৈষম্যের প্রতিবাদে, দোকানপাট বন্ধ রেখে অবস্থান কর্মসূচী ও স্মারকলিপি প্রদান সহ বিভিন্ন কর্মসূচিতে যোগ দেওয়ায় সিলেটবাসীর প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী। রোববার এক বিজ্ঞপ্তিতে তিনি উল্লেখ করেন, সিলেটবাসী এভাবে জেগে উঠলে সিলেটের উন্নয়ন নিয়ে আর কোন বৈষম্য হবে না। বিজ্ঞপ্তিতে তিনি বিভিন্ন সংগঠন প্রতিষ্ঠানের প্রতি কৃতজ্ঞতা জানান। আরিফুল হক চৌধুরী সিলেটের সংস্কৃতি অঙ্গনের নেতৃবৃন্দ, আইনজীবী সমিতির সদস্য, চিকিৎসক, ব্যবসায়ী নেতৃবৃন্দ, বাংলাদেশ ইমাম সমিতি, মুয়াজ্জিন কল্যাণ সমিতি, বিভিন্ন মার্কেটের প্রতিনিধিত্বশীল নেতৃবৃন্দ, ব্রাহ্মণবাড়িয়া সমিতি, বৃহত্তর কুমিল্লা সমিতি, বৃহত্তর নোয়াখালী সমিতি, চট্টগ্রাম সমিতি, রংপুর সমিতি, ময়মনসিংহ সমিতি, সিলেট রামকৃষ্ণ মিশনের মহারাজি, খ্রিস্টান মিশনের বিশপ, মনিপুরী সম্প্রদায় সমিতির পুরোহিত, প্রিন্ট, ইলেকট্রনিক্স, অনলাইন সাংবাদিক, কওমী মাদ্রাসা ছাত্র শিক্ষক, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, পরিবহন...