নির্বাচন কমিশনের (ইসি) কর্মচারী নিয়োগ পরীক্ষায় অবৈধ অর্থ গ্রহণ ও জালিয়াতির অভিযোগে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক মো. আবু সুফিয়ান মোল্লাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সোমবার (১৩ অক্টোবর) ইসির যুগ্ম সচিব ডিএম আতিকুর রহমানের রোববার (১২ অক্টোবর) সই করা এক চিঠি থেকে বিষয়টি জানা গেছে। এতে উল্লেখ করা হয়েছে, যেহেতু, মো আবু সুফিয়ান মোল্লা, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, উপজেলা নির্বাচন অফিস, সরাইল, ব্রাহ্মণবাড়িয়া-এর বিরুদ্ধে নির্বাচন কমিশন সচিবালয়ের অধীনে চলমান কর্মচারী নিয়োগ পরীক্ষায় অবৈধ অর্থ গ্রহণ, জালিয়াতি ও প্রতারণার মাধ্যমে একজন পরীক্ষার্থীকে অনৈতিক সুবিধা প্রদান করার অভিযোগে কর্তৃপক্ষ বিভাগীয় মামলা রুজুর সিদ্ধান্ত গ্রহণ করেন; যেহেতু, অপরাধের মাত্রা ও প্রকৃতি বিবেচনায় জনস্বার্থে তাকে সরকারি কর্ম থেকে বিরত রাখা আবশ্যক ও সমীচীন;...