মুক্তিপ্রাপ্ত সাতজন জিম্মি হলেন, যমজ ভাই গালি ও জিভ বারম্যান, মাতান অ্যাংরেস্ট, অ্যালোন ওহেল, ওমরি মিরান, এইতান মোর, এবং গাই গিলবোয়া-দালাল। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস তাদের হাতে থাকা সাত ইসরাইলি জিম্মিকে আন্তর্জাতিক রেডক্রস কমিটির (আইসিআরসি) কাছে হস্তান্তর করেছে। এ তথ্য নিশ্চিত করেছে বার্তা সংস্থা রয়টার্স, প্রক্রিয়ার সঙ্গে যুক্ত এক সূত্রের বরাতে। একই সঙ্গে জিম্মি মুক্তির বিষয়টি নিশ্চিত করেছে ইসরাইলি সেনাবাহিনী। তারা জানিয়েছে, গাজা উপত্যকায় রেডক্রস কর্মকর্তাদের কাছে সাতজন ইসরাইলিকে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেছে হামাস। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার)–এ এক পোস্টে ইসরাইলি সেনাবাহিনী জানায়, আন্তর্জাতিক রেডক্রস কমিটি (আইসিআরসি) আমাদের জানিয়েছে যে, হামাস সাতজন জিম্মিকে তাদের হাতে তুলে দিয়েছে। বর্তমানে রেডক্রসের দল গাজা উপত্যকা থেকে আমাদের কর্মকর্তাদের কাছে তাদের হস্তান্তরের পথে রয়েছে। ইসরাইলি সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী, মুক্তিপ্রাপ্ত সাতজন জিম্মি হলেন, যমজ ভাই...