ভারতীয় বাংলা সিনেমার দাপুটে অভিনেতা রঞ্জিত মল্লিক। ‘চাপকে পিঠের ছাল তুলে দেব’—এখন আর তার চিরচেনা এমন সংলাপ শোনা যায় না। টুকটাক রুপালি পর্দায় দেখা গেলেও আগের মতো আর ব্যস্ততা নেই। ‘স্বার্থপর’ নামে একটি নতুন সিনেমায় অভিনয় করছেন রঞ্জিত মল্লিক। মজার ব্যাপার হলো—১৬ বছর পর কন্যা কোয়েল মল্লিকের সঙ্গে এক সিনেমায় অভিনয় করছেন এই বরেণ্য অভিনেতা। এ সিনেমায় একজন আইনজীবীর চরিত্রে অভিনয় করছেন রঞ্জিত মল্লিক। এ বিষয়ে কথা বলতে গিয়ে আফসোসের স্বর শোনা যায় তার কণ্ঠে। রঞ্জিত মল্লিক বলেন, “এখন অনেক বাংলা সিনেমা তৈরি হচ্ছে। ভালো ব্যবসাও করছে। কিন্তু সেই সব সিনেমায় বাঙালিয়ানা কোথায়! ‘স্বার্থপর’ সিনেমা অনেক দিন পর সেই স্বাদ ফিরিয়ে দেওয়ার চেষ্টা করছে। আমার সময়ে যে ধরনের বাংলা সিনেমা হতো; সেখানে বাঙালির অন্দরমহলের নিটোল গল্প থাকত।”আরো পড়ুন:অসম বিয়ে: ভাঙা...