নারায়ণগঞ্জের রূপগঞ্জে শবনম ওয়েল মিলস নামে একটি তেল কারখানার রিফাইনারিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (১৩ অক্টোবর) ভোরে উপজেলার তারাব পৌরসভা এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও কারখানার শ্রমিকরা জানান, শবনম ওয়েল মিলস কারখানাতে প্রায় ৩ শতাধিক শ্রমিক কাজ করে। সোমবার রাত সাড়ে ৩টার দিকে কারখানার তেলের প্লান্টের রিফাইনারিতে হঠাৎ করে আগুন লেগে যায়। এসময় আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে যেতে থাকে। খবর পেয়ে ডেমরা ফায়ার সার্ভিস, কাচঁপুর ফায়ার সার্ভিস ও নারায়ণগঞ্জ জোন মিলিয়ে ৫ ইউনিট দুই ঘণ্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ততক্ষণে আগুনে কারখানার মেশিনাজি ও আসবাবপত্র পুড়ে চাই হয়ে...