প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। প্রধান নির্বাচন কমিশনার এম এম নাসির উদ্দিনের নেতৃত্বে চারজন নির্বাচন কমিশনার এবং ইসি সচিব এ বৈঠকে অংশ নেন। সোমবার (১৩ অক্টোবর) দুপুর সোয়া ১২টায় নির্বাচন ভবনে দলটির সঙ্গে বৈঠকে বসে ইসি। জামায়াতের পক্ষে বৈঠকে নেতৃত্ব দেন নায়েবে আমির সৈয়দ মো. আব্দুল্লাহ তাহের। সঙ্গে ছিলেন এএইচ এম হামিদুর রহমান আযাদ, অ্যাডভোকেট জসিম উদ্দিন সরকার ও মতিউর রহমান আকন্দ। ইসি সূত্রে জানা গেছে, ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটের প্রস্তুতি, নিরাপত্তা ও অন্যান্য নির্বাচনী বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এছাড়াও, জাতীয় ঐক্যমতের ভিত্তিতে গৃহীত বিভিন্ন সুপারিশ নির্বাচন কমিশনের সঙ্গে বিনিময় করা হয়েছে। বৈঠক শেষে জামায়াত নেতা অ্যাডভোকেট জসিম উদ্দিন সরকার সাংবাদিকদের বলেন, নির্বাচনের আগে প্রস্তুতির বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা...