বেনাপোল প্রতিনিধি:বেনাপো ল কাস্টমস হাউসে ঘুষ লেনদেনের অভিযোগে গ্রেফতার হওয়া রাজস্ব কর্মকর্তা শামীমা আক্তার ও তার সহযোগী হাসিব উদ্দিনের সাত দিন করে রিমান্ড আবেদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার (১২ অক্টোবর) দুদক যশোরের সহকারী পরিচালক মো. আল-আমীন এ রিমান্ডের আবেদন জানান। ভারপ্রাপ্ত বিচারক অতিরিক্ত জেলা ও দায়রা জজ জয়ন্তী রানী দাস রিমান্ড আবেদন গ্রহণ করে শুনানির জন্য দিন ধার্য করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের পাবলিক প্রসিকিউটর আসাদুর রহমান খান সেলিম। আদালত সূত্রে জানা গেছে, গত সোমবার বেনাপোল কাস্টমস হাউসে অভিযান চালায় দুদক। এ সময় নারী কাস্টমস কর্মকর্তা শামীমা আক্তার ও তার সহযোগী হাসিব উদ্দিনকে আটক করা হয়। অভিযানের সময় হাসিব উদ্দিনের কাছ থেকে ঘুষের দুই লাখ ছিয়াত্তর হাজার টাকা উদ্ধার করা হয়, যা তিনি শামীমা আক্তারের কাছে পৌঁছে দিতে...