পাকিস্তানের বিপক্ষে ৭ উইকেটের জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করা বাংলাদেশ পরের দুই ম্যাচেই হেরেছে ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের কাছে। ইংল্যান্ডের বিপক্ষে অবশ্য দারুণ ফাইট করে দুর্বল আম্পায়ারিংয়ের কাছে হারতে হয় টাইগ্রেসদের। তবে নিউজিল্যান্ডের বিপক্ষে হতাশ করেছে নিগার সুলতানা জ্যোতির দল। কিউইদের ৯ উইকেটে ২২৭ রানের জবাবে ১২৭ রানে আলআউট হয়ে ১০০ রানের বড় ব্যবধানে হেরে যায় বাংলাদেশ। এই হারের পেছনে দলের ব্যাটিংয়ের দায় বড় হয়ে উঠেছে। আট দলের বিশ্বকাপে প্রথম পর্বে ৭ ম্যাচ খেলার সুযোগ পাবে বাংলাদেশ। সেখানে তিন ম্যাচ থেকে এক জয়ে ২ পয়েন্ট নিয়ে টেবিলের ছয় নম্বরে এখন টাইগ্রেসরা। শীর্ষ চার দল খেলবে সেমিফাইনালে। বাংলাদেশের সেই লক্ষ্য পূরণে পরের চার ম্যাচেই...