ঢাকা: আগামী বছর হজে যেতে ৪৩ হাজার ৩৭৪ জন নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন করেছেন। রোববার (১২ অক্টোবর) রাত ১২টায় এ নিবন্ধন প্রক্রিয়া শেষ হয়। তবে এখনও পর্যন্ত মোট কোটার এক-তৃতীয়াংশও পূরণ হয়নি।নিবন্ধনের সময়সীমা বাড়ানো হবে কি না, তা আজ সোমবার (১৩ অক্টোবর) জানা যাবে বলে জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়। ইতোমধ্যে হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) সময়সীমা ৫ নভেম্বর পর্যন্ত বাড়ানোর আবেদন জানিয়েছে।ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, নিবন্ধনের সময় বাড়ানো বা হজসংক্রান্ত অন্যান্য সিদ্ধান্ত সৌদি আরবের অনুমোদনের ওপর নির্ভর করছে। চাঁদ দেখা সাপেক্ষে আগামী বছরের ২৬ মে সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।নিউজজি/এস আর ঢাকা: আগামী বছর হজে যেতে ৪৩ হাজার ৩৭৪ জন নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন করেছেন। রোববার (১২ অক্টোবর) রাত ১২টায় এ নিবন্ধন প্রক্রিয়া শেষ হয়। তবে এখনও...