মেয়েদের ওয়ানডে বিশ্বকাপে প্রথম ম্যাচে জয়ের পর টানা দুই হারের মুখ দেখেছে বাংলাদেশ। সবশেষ ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে শতরানে হেরেছে নিগার সুলতানা জ্যোতির দল। চতুর্থ ম্যাচে সোমবার দুপুরে মুখোমুখি হবে সাউথ আফ্রিকা। বিশাখাপত্তমে প্রোটিয়া মেয়েদের বিপক্ষে সোমবার দুপুর সাড়ে ৩টায় মাঠে নামবে বাংলাদেশ। ম্যাচের আগে টানা দুই হার নিয়ে বাঁহাতি স্পিনার নাহিদা আক্তার বলেছেন, ‘যখন ম্যাচ হারবেন, আত্মবিশ্বাসে একটু নিচের দিকে থাকবেন। আমরা চেষ্টা করছি এখান থেকে কীভাবে বেরিয়ে আসা যায়।’ ব্যাটিং-ব্যর্থতা নিয়ে তিনি বলেছেন, ‘আমাদের সঙ্গে ব্যাটিং কোচের সমন্বয় হয়েছে। কথাবার্তাও চালিয়েছি। আশা করি আমাদের ব্যাটাররা স্বরূপে ফিরে আসবে।’ বিশ্বকাপে শক্ত প্রতিপক্ষ সাউথ আফ্রিকা। নাহিদা বলেছেন, ‘আমরা জানি তারা ভালো...