নিজস্ব প্রতিবেদক : ইসলামী বিশ্বাস অনুযায়ী, কিয়ামতের আগে এমন একটি সময় আসবে, যখন পৃথিবী থেকে ইসলামের নামমাত্র অস্তিত্বই থাকবে। পবিত্র কুরআনের অক্ষরসমূহ হয়তো কিতাবে থাকবে, কিন্তু তা জীবনে বাস্তবায়িত হবে না। মানুষ কোরআন তেলাওয়াত করলেও তার মর্ম ও নির্দেশনা থেকে দূরে সরে যাবে। এমনকি তখন একজন প্রকৃত মুমিন ব্যক্তিকেও খুঁজে পাওয়া যাবে না। সহীহ বুখারীর একটি হাদীসে হযরত মুহাম্মদ (সঃ) ভবিষ্যদ্বাণী করেছেন যে, যখন কাবা ধ্বংস হবে, তখন কিয়ামত খুব নিকটে চলে আসবে। এ ঘটনাকে কিয়ামতের অন্যতম বড় নিদর্শন হিসেবে গণ্য করা হয়েছে। হাদীস অনুযায়ী, কাবার ধ্বংস সাধিত হবে এমন এক ব্যক্তির হাতে, যার ঈমান থাকবে না। আশ্চর্যজনকভাবে, সেই সময়ে কেউ তাকে বাধা দেওয়ার মতো মুমিন থাকবে না। কাবাঘর একসময় যে ভালোবাসা ও শ্রদ্ধার প্রতীক ছিল, তা ধীরে ধীরে হারিয়ে...