অপারেশনের সঙ্গে জড়িত একজন কর্মকর্মর্তা জানিয়েছেন যে, ইসরায়েলি কারাগার থেকে মুক্তি পেতে যাওয়া ১,৯৬৬ জন বন্দিকে বাসে তোলা হয়েছে । এই বন্দিদের মধ্যে ২৫০ জন সন্ত্রাসী কার্যকলাপের জন্য দোষী সাব্যস্ত, যাদের পশ্চিম তীরের ওফার কারাগার থেকে মুক্তি পাওয়ার কথা রয়েছে। তবে, স্পষ্টতই হামাস গাজায় আটক থাকা অবশিষ্ট জিম্মিদের হস্তান্তর করার পরেই তারা মুক্তি পাবেন। আরবি আউটলেটগুলো জানিয়েছে যে, ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট দলগুলো আজ মুক্তি পেতে যাওয়া একজন অসুস্থ নিরাপত্তা বন্দিকে স্থানান্তরের জন্য কারাগারে প্রবেশ করেছে। এছাড়াও, যুদ্ধের সময় গ্রেপ্তার হওয়া আরও ১,৭১৮ জন গাজার বন্দিকে দক্ষিণ ইসরায়েলের কেৎজিওত কারাগার থেকে মুক্তি দিয়ে গাজা উপত্যকায় ফেরত পাঠানো হবে। তাদেরকে দক্ষিণ গাজার...