রাজধানীর সাত কলেজকে বিশ্ববিদ্যালয় রূপান্তরের আন্দোলনকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে বিভাজন তৈরি হয়েছে। বিভাজিত শিক্ষার্থীরা সোমবার (১৩ অক্টোবর) শিক্ষা ভবন এলাকায় পাল্টাপাল্টি কর্মসূচি পালন করছে। একদল প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ দ্রুত জারির দাবিতে শিক্ষা ভবন অভিমুখে পদযাত্রা করছে। আরেক দল দাবি করছে, পদযাত্রার নামে মব সৃষ্টি করে সরকারি সিদ্ধান্তকে প্রভাবিত করার চেষ্টা হচ্ছে এবং এজন্য তারা শহীদ মিনারে শান্তির মিছিল ও ঐক্য সমাবেশ করবে। পরে তারা শিক্ষা ভবনে আসবে। গত শুক্রবার সাত কলেজ বিশ্ববিদ্যালয় রূপান্তর আন্দোলনের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে ১৩ অক্টোবর সকাল সাড়ে ১০টায় শিক্ষা ভবন অভিমুখে শান্তিপূর্ণ উপায়ে পদযাত্রার কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। অপর পক্ষে, সাত কলেজের সাধারণ শিক্ষার্থীবৃন্দ (অনার্স, মাস্টার্স ও এইচএসসি) শনিবার ‘মার্চ এগেইনস্ট মব ভায়োলেন্স টু শিক্ষা ভবন’ কর্মসূচি ঘোষণা করে।শিক্ষা ভবন অভিমুখে পদযাত্রা...