জুলাইযোদ্ধাকে হেনস্তার অভিযোগে গ্রেপ্তার শ্রমিকের মুক্তি ও ইউনাইটেড পরিবহনের ১৬ বাস বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদে ময়মনসিংহ অঞ্চলের পাঁচ জেলায় পরিবহন ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছেন শ্রমিকরা। ফলে এ জেলা থেকে সব রুটে বাস চলাচল আবার শুরু হয়েছে। সোমবার সকাল থেকে ময়মনসিংহ বিভাগের চার জেলা থেকে ঢাকাসহ দেশের সব রুটে বাস চলাচল করছে বলে জেলা মোটর-মালিক সমিতির সভাপতি আলমগীর মাহমুদ আলম জানিয়েছেন। জনভোগান্তির কথা চিন্তা করে ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ে প্রশাসনের সঙ্গে পরিবহন মালিক-শ্রমিক ও বৈষম্যবিরোধী ছাত্র নেতৃবৃন্দের সঙ্গে এক সভা শেষে রোববার রাত ৯টার পর ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়। সকালে নগরীর মাসকান্দা বাসস্ট্যান্ডে গিয়ে দেখা যায়, ‘ইউনাইটেড’ ও ‘সৌখিন’ পরিবহনসহ অন্যান্য গাড়িগুলো যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দিচ্ছে। এছাড়া নগরীর দিঘারকান্দা-ঢাকা বাইপাস এলাকা হয়ে কিশোরগঞ্জ, নেত্রকোণা, শেরপুর ও জামালপুর রোডের গাড়িগুলোও...