বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ হয়েও নিয়োগ না পাওয়া প্রার্থীরা ‘বিশেষ গণবিজ্ঞপ্তি’ জারির দাবিতে টানা দ্বিতীয় দিনের মত আন্দোলন করছেন ঢাকার রাস্তায়। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে তারা শাহবাগ মোড় অবরোধ করলে চার দিনে যান চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় আশপাশের সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। আন্দোলনরতরা এ সময় 'আমার সোনার বাংলায়, বৈষম্যের ঠাই নাই', 'দালালি না মেধা, মেধা, মেধা', 'থাকার কথা পাঠশালায়, আমরা কেন রাস্তায়', তুমি কে আমি কে, সনদধারী, সনদধারী’–ইত্যাদি স্লোগান দিচ্ছিলেন। বেলা ১২টার দিকে তারা শাহবাগের অবস্থান ছেড়ে মিছিল নিয়ে ইন্টারকন্টিনেন্টাল মোড়ের দিকে যান। সেখান থেকে এগিয়ে যান বাংলামোটরের দিকে। তাদের এই মিছিলের কারণে গুরুত্বপূর্ণ এই সড়কে যান চলাচল ব্যহত হয়। আন্দোলনকারীদের অন্যতম নেতা আলতাফ রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা গতকাল থেকে...