বাংলাদেশ চতুর্থ সাবমেরিন ক্যাবল নেটওয়ার্কে যুক্ত হতে সিঙ্গাপুরের সঙ্গে আলোচনা করছে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও আইসিটি বিষয়ক প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তাইয়েব। শনিবার (১২ অক্টোবর) আগারগাঁওয়ের আইসিটি বিভাগের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান। তাইয়েব বলেন,“চতুর্থ সাবমেরিন ক্যাবল স্থাপনের বিষয়ে আমরা সিঙ্গাপুর সরকারের কাছে আগ্রহ প্রকাশ করেছি। তারা ইতিবাচক সাড়া দিয়েছে এবং সহযোগিতার আশ্বাস দিয়েছে।” তিনি আরও জানান, বিষয়টি ইতোমধ্যে সিঙ্গাপুর দূতাবাস ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে আনুষ্ঠানিকভাবে অবহিত করা হয়েছে। এ সময় তিনি তৃতীয় সাবমেরিন ক্যাবল প্রকল্প সম্পর্কেও তথ্য দেন। তাঁর মতে, ১৭,০০০ জিবিপিএস ক্ষমতাসম্পন্ন তৃতীয় সাবমেরিন ক্যাবলটি ২০২৬ সালের মাঝামাঝি বা শেষের দিকে বাণিজ্যিকভাবে চালু হওয়ার সম্ভাবনা রয়েছে। তাইয়েব বলেন,“বাংলাদেশের অংশের চুক্তি ইতোমধ্যে চূড়ান্ত করা হয়েছে।” তিনি আরও জানান, হুথি বিদ্রোহের...