ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের পাশে ১০১ নং ওয়ার্ডের সিঁড়ির নিচ থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। তাঁর আনুমানিক বয়স ৫৫ বছর। এখনও তাঁর পরিচয় শনাক্ত করা যায়নি। আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে অচেতন অবস্থায় ওই ব্যক্তিকে ঢামেক হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন। ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের ওয়ার্ড মাস্টার আইয়ুব আলী বলেন, ‘আজ সকালের দিকে জরুরি বিভাগের পাশে ১০১ নং ওয়ার্ডের সিঁড়ির নিচে ওই ব্যক্তিটি অচেতন অবস্থায় পড়ে ছিলেন। পরে হাসপাতালের কর্মচারীরা দ্রুত তাঁকে জরুরি বিভাগে নিয়ে যায়। সেখানে পরীক্ষা-নিরীক্ষা শেষে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।’ ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক)...