চারবার বিশ্বকাপ জিতেছে ইতালি। শেষ দুই বিশ্বকাপে তারা খেলতে পারেনি। এবারও পারবে কি না সময় বলবে। তবে সরাসরি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করা নিয়ে সংশয় থাকলেও অন্তত বাছাইয়ের প্লে-অফে খেলার সম্ভাবনা টিকিয়ে রেখেছে তারা। শনিবার রাতে ইউরোপিয়ান অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে এস্তোনিয়াকে ৩-১ গোলে হারিয়েছে ইতালি। গ্রুপ আইয়ে ৫ ম্যাচ শেষে ১২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে তারা। ছয় ম্যাচের সবকটিতে জিতে শীর্ষে থাকা নরওয়ের পয়েন্ট ১৮।বিশ্বকাপ বাছাইয়ের ইউরোপিয়ান অঞ্চলের খেলায় এস্তোনিয়ার বিপক্ষে শুরু থেকেই দাপট দেখাচ্ছিল ইতালি। ম্যাচের চতুর্থ মিনিটে গোল করে দলকে এগিয়ে নেন মোইজ কিন। ৩৮তম মিনিটে ব্যবধান ২-০ করেন মাতেও রেতেগি। ৭৪তম মিনিটে ফ্রানেচেস্কো পিও এস্পোজিতো গোল করে ৩-০ করেন। ৭৬ মিনিটে একটি গোল শোধ করে এস্তোনিয়া। শনিবার রাতের আরেক ম্যাচে ইসরায়েলকে ৫-০ গোলে উড়িয়ে বিশ্বকাপে...