যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প চীনা পণ্যের ওপর সবশেষ যে অতিরিক্ত ১০০ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়েছেন, তাকে যুক্তরাষ্ট্রের ‘দ্বিমুখী নীতির চিরাচরিত উদাহরণ’ হিসেবে দেখছে চীন। সম্ভাব্য বাণিজ্য যুদ্ধকে চীন ‘ভয় পায় না’ মন্তব্য করে দেশটির বাণিজ্য মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট যদি তার হুমকি বাস্তবায়ন করেন, তাহলে চীনও নিজের মত করে পাল্টা পদক্ষেপ নেবে। বেইজিং বিরল খনিজ রপ্তানির ওপর আরো কড়াকড়ি আরোপ করায় ট্রাম্প শুক্রবার ক্ষোভ প্রকাশ করে বলেন, চীন ‘অত্যন্ত শত্রুভাবাপন্ন’ হয়ে উঠছে এবং বিশ্বকে ‘বন্দি করে রাখার চেষ্টা করছে’। তিনি হুমকি দিয়েছিলেন, এই মাসের শেষ দিকে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে নির্ধারিত বৈঠক থেকে তিনি সরেও আসতে পারেন। তবে রোববার ট্রাম্প সোশাল মিডিয়ায় লিখেছেন, “চীন নিয়ে চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে!” “অত্যন্ত সম্মানিত প্রেসিডেন্ট শি...