দীর্ঘ ৯ বছর মুখ দেখাদেখি বন্ধ ছিল অভিনেতা সালমান খান ও সংগীতশিল্পী অরিজিৎ সিংয়ের। ২০২৩ সালে এ বিরোধের অবসান ঘটে। তবে এ নিয়ে কখনো কথা বলতে দেখা যায়নি সালমান খানকে। এবার সালমান খান বিরোধ অবসানের কথা জানিয়ে নিজের ভুল স্বীকার করলেন। বিতর্কিত টিভি রিয়েলিটি শো ‘বিগ বস’। বরাবরের মতো এ শোয়ের উনিশতম আসরও সঞ্চালনা করছেন সালমান খান। এতে অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন গায়ক অরিজিৎ সিং। সেখানে প্রসঙ্গটি তুলেন আরেক অতিথি কমেডিয়ান রবি গুপ্তা।আরো পড়ুন:সালমানের খামারবাড়িতে কী হয়, ফাঁস করলেন অভিনেতা৫৮ বছর বয়সে বাবা হলেন আরবাজ এ পরিস্থিতিতে সালমান খান বলেন, “অরিজিৎ আর আমি ভালো বন্ধু। ওটা একটা ভুল বোঝাবুঝি ছিল। আর সেটা আমার দিক থেকেই হয়েছিল। এরপর ও আমার জন্য গানও গেয়েছে। ‘টাইগার থ্রি’ সিনেমার জন্য গেয়েছে, এখন ‘ব্যাটল অব...