১৩ অক্টোবর ২০২৫, ১১:০২ এএম | আপডেট: ১৩ অক্টোবর ২০২৫, ১১:০৩ এএম জাতিসংঘের পরমাণু প্রকল্প তদারকি সংস্থা ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি (আইএইএ)-এর সঙ্গে স্বাক্ষরিত সহযোগিতা চুক্তি স্থগিত করার ঘোষণা দিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি রোববার রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেন। আরাগচি বলেন, আমরা আপাতত আইএইএ-এর সঙ্গে পারমাণবিক সহযোগিতা চুক্তি স্থগিত করেছি। তবে জাতিসংঘ যদি এমন কোনো প্রস্তাব দেয় যা ইরানের সার্বভৌম অধিকার ও জাতীয় স্বার্থ রক্ষায় সহায়ক হয়, তখন আমরা পুনরায় আলোচনায় ফিরব। উল্লেখ্য, ১৯৬৮ সালে ইরান আইএইএ-এর সঙ্গে ‘নন-প্রোলিফারেশন ট্রিটি’ বা এনপিটি চুক্তি স্বাক্ষর করে, যার মাধ্যমে দেশটি প্রতিশ্রুতি দিয়েছিল যে তারা কখনও পারমাণবিক অস্ত্র তৈরি করবে না এবং আন্তর্জাতিক সংস্থার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে। সে সময় ইরানের নেতৃত্বে ছিলেন শাহ মোহাম্মদ রেজা...