রোসাটম জানাচ্ছে, তাদের এই প্রকল্প নতুন কোনো অভিযান নয়, বরং দীর্ঘদিনের পারমাণবিক প্রযুক্তির অভিজ্ঞতার ফল। উদাহরণস্বরূপ, ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাধ্যমে তারা তৈরি করেছে উচ্চ-শক্তির কার্বন ফাইবার, যা আধুনিক বিমান, জাহাজ ও মহাকাশযানে ব্যবহৃত হচ্ছে। কোমারভ আরও বলেন, “নতুন মানেই সবসময় অজানা নয়। প্রমাণিত সমাধানগুলোকে আমরা নতুন আঙ্গিকে কাজে লাগাই।” তিনি উল্লেখ করেন, গভীর মহাকাশ অনুসন্ধানে নিউক্লিয়ার শক্তিই একমাত্র সমাধান।...