বসুন্ধরা গ্রপের মালিকানাধীন দৈনিক কালের কণ্ঠের ডিক্লারেশন বাতিল চেয়ে হাই কোর্টে রিট আবেদন করেছেন পত্রিকাটির সাবেক ১১ সাংবাদিক। আবেদনে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান, ঢাকা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান, বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর এবং কালের কণ্ঠের প্রকাশক ময়নাল হোসেন চৌধুরীকে বিবাদী করা হয়েছে। ১১ সাংবাদিকের পক্ষে রিট আবেদনকারী হানযালা হান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চাকরি ছাড়ার পর তাদেরকে দেওয়া ব্যাংক চেকগুলো নগদায়ন না হওয়ায় তারা এ আইনি ব্যবস্থা নিয়েছেন। অপর ১০ আবেদনকারী হলেন— মো. শাহ আলম, মো. জাহেদুল আলম, কাকলী প্রধান, দেওয়ান আতিকুর রহমান, আবু সালেহ মোহাম্মদ শফিক, কে এম লতিফুল হক, আসাদুর রহমান, মো. রোকনুজ্জামান, শামসুন নাহার ও মো. লতিফুল বাশার (লিমন বাশার)। হানযালা হান...