পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের বরগুনার শাখারিয়ায় নসিমনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী সোহাগ হাওলাদার (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন একজন। রবিবার (১২ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে শাখারিয়া মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় দুর্ঘটনার শিকার হন তারা।আরো পড়ুন:নেত্রকোণা থেকে ঢাকা ও ময়মনসিংহ রুটে বাস চলাচল বন্ধঝিনাইদহে সড়কে প্রাণ গেল মায়ের, আহত মেয়ে নেত্রকোণা থেকে ঢাকা ও ময়মনসিংহ রুটে বাস চলাচল বন্ধ মারা যাওয়া সোহাগ বরগুনার আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়নের পশ্চিম চিলা গ্রামের মজিবর হাওলাদারের ছেলে। আহত ব্যক্তির নাম সাইদুল ইসলাম। তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, সোহাগ এবং সাইদুল মোটরসাইকেলে করে পটুয়াখালী যাচ্ছিলেন। শাখারিয়া বাসস্ট্যান্ড এলাকায় একটি নসিমন তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এসময় দুই জনই সড়কের পাশে ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে...