দুর্নীতি দমন কমিশনের (দুদক) কমিশনার (তদন্ত) মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী বলেছেন, ‘ছোট ছোট দুর্নীতিকে প্রশ্রয় না দিলে বড় দুর্নীতির সুযোগ তৈরি হয় না। যারা পরবর্তীতে রাষ্ট্রীয় পর্যায়ে দুর্নীতির সঙ্গে জড়িত হন, তাদের অনেকেরই শুরুটা হয় শৈশবের ছোটখাটো অনিয়ম থেকে। তাই ঘর থেকেই শিশুদের সৎ পথে চলতে শেখাতে হবে। জনগণের দেওয়া ট্যাক্সের টাকায় সরকারি চাকরিজীবীদের বেতন হয় কিন্তু আমরা কখনো কখনো তাদের প্রভু সেজে যাই।’ আজ সোমবার (১৩ অক্টোবর) সকালে ঝালকাঠী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত গণশুনানির প্রথম পর্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়ব আগামীর শুদ্ধতা’ স্লোগানে আয়োজিত এ গণশুনানিতে সরকারি, বেসরকারি, স্বায়ত্তশাসিত ও সেবামূলক বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।‘ মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী বলেন, ‘এখানে অনেক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান উপস্থিত আছেন।...