গেল কয়েক আসর ধরেই ভালো মানের বিদেশি ক্রিকেটারের দেখা মেলে না দেশের ক্রিকেটের সবচেয়ে জমজমাট টুর্নামেন্ট বিপিএলে। চলতি বছরের শেষদিকে বিপিএলের নতুন আসর শুরু করার পরিকল্পনা রয়েছে আয়োজকদের। আসন্ন আসরে নামিদামি তারকা ক্রিকেটারদের দেখা মিলবে কি বিপিএলে, সেই প্রশ্ন ক্রীড়াপ্রেমীদের।শুরুর আসরগুলোতে তারকা সব খেলোয়াড় বিপিএল খেলার জন্য মুখিয়ে থাকলেও সময়ের সঙ্গে সঙ্গে তাতে এসেছে পরিবর্তন। অনেক ক্রিকেটারই এখন মুখ ফিরিয়ে নিয়েছেন বাংলাদেশের এই টুর্নামেন্ট থেকে। এর জন্য কর্তৃপক্ষ যেমন দায়ী তেমনি অন্যান্য ফ্র্যাঞ্চাইজি লিগগুলোও বিপিএলের একই সময়ে হওয়ায় ভালো মানের ক্রিকেটারদের দলে ভেড়াতে ব্যর্থ হয় ফ্র্যাঞ্চাইজিগুলো।বিসিবির সহসভাপতি ফারুক আহমেদ মনে করেন, ভালো মানের বিদেশি ক্রিকেটার না পাওয়ার বড় কারণ সংযুক্ত আরব আমিরাতের টুর্নামেন্টের সঙ্গে সূচি সংঘর্ষ। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘বিদেশি ক্রিকেটারের ব্যাপার বলতেই হয়। বিপিএল, বিসিবি চেষ্টা করছে। আমাদের...