ফিফা বিশ্বকাপ বাছাই পর্বের ইউরোপিয়ান অঞ্চলের ম্যাচে রাতে মাঠে নামছে তিন জায়ান্ট। সোমবার (১৩ অক্টোবর) দিবাগত রাত পৌনে ১টায় ওয়েলসের মোকাবিলা করবে বেলজিয়াম। একই সময় জার্মানির মুখোমুখি হবে নর্দান আয়ারল্যান্ড। আর আইসল্যান্ড খেলবে ফ্রান্সের বিপক্ষে। গ্রুপ ‘ডি’ এর ম্যাচে রাতে ফ্রান্সকে আতিথ্য নেবে আইসল্যান্ড। নিশ্চিতভাবে এই ম্যাচে ফেভারিট ফ্রান্স। এখন পর্যন্ত তিন ম্যাচ খেলে শতভাগ জয় দিদিয়ের দেশমসের দলের। তবে ফরাসিরা কিছুটা বিপাকে পড়েছে ইনজুরি সমস্যার কারণে। দলের সেরা পারফরমার কিলিয়ান এমবাপ্পের ইনজুরিতে। সবশেষ ১৫ ম্যাচ খেলে ১৭ গোল করা কিলিয়ান পড়েছেন ডান পায়ের অ্যাঙ্কেলের ইনজুরিতে। এছাড়াও চোটের কারণ ফ্রান্স পাচ্ছে না, ওসমান ডেম্বেলে, বারকোলা, মার্কোস থুরাম ও ডেসরি ডুয়োর মতো তরাকারা। সেই সাথে এই ম্যাচেও কার্ড জটিলতায় খেলতে পারবে না শুয়ামিনি।আরও পড়ুনআরও পড়ুনমাইলফলক ছুঁয়ে বিশ্বরেকর্ড গড়লেন হালান্ড ‘এ’ গ্রুপের...