মোহাম্মদ কুদুসের একমাত্র গোলে কমোরোসকে হারিয়ে ২০২৬ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে ঘানা। ঘানার রাজধানী আক্রায় অনুষ্ঠিত ম্যাচে দ্বিতীয়ার্ধের গোলে ১-০ ব্যবধানে জয় পেয়েছে ‘ব্ল্যাক স্টার্স’রা। এই জয়ে আফ্রিকা অঞ্চলের বাছাইপর্বে তারা গ্রুপ ‘আই’ থেকে ২৫ পয়েন্ট নিয়ে শীর্ষে থেকে বিশ্বকাপে কোয়ালিফাই করেছে। ঘানার বিশ্বকাপে জায়গা পাওয়াটা অনেকটায় নিশ্চিত ছিল। বিশ্বকাপের টিকিট পেতে তাদের দরকার ছিল অন্তত এক পয়েন্ট। ম্যাচ শুরুর আগেই বলা হচ্ছিল, ঘানার কোয়ালিফাই না করা একরকম অসম্ভব। কারণ তাদের বাদ পড়তে হলে, নিজেদের এই ম্যাচে হারের পাশাপাশি মাদাগাস্কারকে জিততে হতো মালির বিপক্ষে। সেখানেও থাকতে হবে আবার ৮ গোলের ব্যবধান। অবশ্য মালির কাছে সেই ম্যাচে ৪-১ গোলে হেরেছে মাদাগাস্কার। তারপরও জয়টিকে সহজ বলা যাবে না। আগের দুই দেখায় চমকে দিয়েছিল ভারত মহাসাগরীয় এই দ্বীপ রাষ্ট্রটি। ২০২২ আফ্রিকান নেশন্স কাপে...