ইসরায়েলের ৭ জিম্মিকে রেড ক্রসের হাতে সমর্পন করেছে হামাস। এর আগে গাজায় আটক ২০ জন জীবিত জিম্মি এবং ইসরায়েলে বন্দী ১ হাজার ৯০০ জনের বেশি ফিলিস্তিনির নাম প্রকাশ করেছে ফিলিস্তিনের এই প্রতিরোধ সংস্থা। সোমবার বার্তা আদান-প্রদানের মাধ্যম টেলিগ্রাম চ্যানেলে নামগুলো প্রকাশ করে হামাসের সামরিক শাখা ইজ্জেদিন আল-কাসাম ব্রিগেড। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতির শর্ত অনুযায়ী, আজ সোমবার ইসরায়েলের সব জিম্মিকে মুক্তি দেওয়ার কথা রয়েছে হামাসের। বিনিময়ে ইসরায়েলে আটক দুই হাজার ফিলিস্তিনিকে মুক্তি দেওয়া হবে। ইসরায়েলি কর্তৃপক্ষের হিসাব অনুযায়ী, বর্তমানে গাজায় থাকা ৪৮ জন জিম্মির মধ্যে ২০ জন বেঁচে আছেন। এদিকে জিম্মিদের মুক্তির অপেক্ষায় তাঁদের পরিবার সোমবার সকাল থেকেই রেইম সামরিক ঘাঁটিতে এবং সমর্থকেরা তেল আবিবের ‘হোস্টেজ স্কয়ার’ এ মবেত হয়েছেন। এ সময় কারও হাতে ছিল ইসরায়েলি পতাকা। আবার কারও কারও হাতে...