ঢাকা:প্রাক-প্রাথমিক ও প্রাথমিক স্তরের পাঠ্যপুস্তক মুদ্রণ, প্রকাশনা ও বিতরণের দায়িত্ব জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) থেকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে হস্তান্তরের সিদ্ধান্তে সমাধান আসবে না বলে মন্তব্য করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। টিআইবির মতে, এটি যেন ‘মাথাব্যথার কারণে মাথা কেটে ফেলার মতো’ সিদ্ধান্ত। সংস্থাটি বলছে, এনসিটিবির স্বায়ত্তশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতার অভাবে যে দীর্ঘদিনের সুশাসনের সংকট তৈরি হয়েছে, তার টেকসই সমাধানে এ ধরনের এড-হক সিদ্ধান্ত কার্যকর হবে না। সোমবার (১৩ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, বিদ্যমান আইন সংশোধন করে প্রাথমিক স্তরের পাঠ্যবই প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মাধ্যমে মুদ্রণ ও বিতরণের অন্তর্বর্তী উদ্যোগ এনসিটিবিকে কেবল দুর্বলই করবে, গুণগত কোনো পরিবর্তন আনবে না। বরং অনিয়ম-দুর্নীতি কেবল স্থানান্তরিত হবে। তিনি আরও বলেন, মূল সমস্যা সমাধান না করে এনসিটিবির দীর্ঘদিনের...