নিজের এলাকাতেই গণধর্ষণের শিকার হয়েছেন এক কিশোরী। তার পরিচিত এক যুবকের সামনেই কিশোরীকে গণধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনার পর থেকে পলাতক রয়েছেন অভিযুক্তরা। ঘটনাটি ঘটেছে ভারতের উত্তর প্রদেশের লখনউয়ে। শনিবার পুলিশ জানিয়েছে, লখনউয়ে ১৬ বছর বয়সি দলিত ছাত্রী গণধর্ষণের শিকার হয়েছে। গণধর্ষণের অভিযোগ উঠেছে পাঁচজনের বিরুদ্ধে। কৃষ্ণনগরের অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনার বিকাশ কুমার পাণ্ডে জানান, শনিবার বেলা ১২টা নাগাদ বাড়ি থেকে বেরিয়েছিল ওই দলিত কিশোরী। আত্মীয়ের বাড়িতে যাচ্ছিল সে। পূর্ব পরিচিত এক যুবকের মোটরবাইকে করে যাচ্ছিল কিশোরী। বান্দারা থানার অন্তর্গত একটি পেট্রোল পাম্পের পাশে আমবাগানে দাঁড়িয়ে যুবকের সঙ্গে গল্প করছিল ওই কিশোরী। তখনই আচমকা পাঁচ অভিযুক্ত যুবক কিশোরীর উপর হামলা করে। প্রথমে কিশোরীর পরিচিত যুবককে বেধড়ক মারধর করে তারা। ভয়ের চোটে ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যান ওই যুবক। এরপর...