বাংলাদেশের বিপক্ষে করা হ্যাটট্রিকের স্মৃতি হিসেবে ম্যাচ বল নিতে চেয়েছিলেন রাফায়েল মার্কিস। এশিয়ান কাপ বাছাই ম্যাচে বাংলাদেশি অফিসিয়ালরা তা দেননি বলে দাবি এ উইঙ্গারের। ফ্রান্সে জন্ম নেওয়া হংকং চায়নার এ ফুটবলার ক্ষুব্ধ, ফিরতি লেগে তার প্রতিশোধ নেওয়ার হুমকিও দিয়ে রেখেছেন! আগামীকাল ফিরতি লেগের ম্যাচে মুখোমুখি হচ্ছে হংকং চায়না-বাংলাদেশ। সন্ধ্যা ৬টায় শুরু হতে যাওয়া ম্যাচ বাংলাদেশের জন্য জীবন-মরণ—টিকে থাকতে হলে জয়ের বিকল্প নেই। অন্যদিকে হংকং চায়না জিতলে ‘সি’ গ্রুপ থেকে এশিয়ান কাপে নাম লেখানোর পথে অনেকদূর এগিয়ে যাবে। সে ম্যাচে পাদপ্রদীপের আলোয় থাকবেন চায়না সুপার লিগের ক্লাব শেনডং তাইসানে খেলা এ ফুটবলার। মাঠের লড়াই শুরুর আগে হুঙ্কারও দিয়ে রাখলেন রাফায়েল মার্কিস।কাই টাক স্টেডিয়ামে ম্যাচ শুরুর আগে এ ফুটবলার বলেন, বাংলাদেশের আচরণ তাকে ‘অতিরিক্ত অনুপ্রেরণা’ দিচ্ছে। রাফায়েল মার্কিসের কথায়, ‘আমি বলটি চেয়েছিলাম,...