আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ শ্রমিক দলের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নিয়ে বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির বিশেষ সহকারী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) রাষ্ট্রক্ষমতায় ফিরতে চাইলে সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীদের একসঙ্গে কাজ করতে হবে। তিনি বলেন, “আজ যারা এখানে উপস্থিত, সবাই নেতৃত্বস্থানীয়। আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। আসন্ন নির্বাচনে ধানের শীষের জয় নিশ্চিত করতে হবে যেকোনো মূল্যে, ইনশাআল্লাহ।” বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচির কথা উল্লেখ করে ইশরাক বলেন, এই দফাগুলো বাস্তবায়নের মধ্য দিয়েই নতুন বাংলাদেশের ভিত্তি স্থাপিত হবে। তিনি বলেন, “আমরা গণতন্ত্রের কথা বলছি, সংস্কারের কথা বলছি, মানুষের জীবনমান উন্নয়নের কথা বলছি। এগুলো বাস্তবায়ন করতে হলে সবাইকে মাঠে থাকতে হবে।” ঢাকার ঐতিহ্যবাহী আসনকে বিএনপির দুর্গ হিসেবে উল্লেখ করে...