ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় অনুষ্ঠিত ৪৮তম মিসেস ইউনিভার্স ২০২৫ প্রতিযোগিতায় ইতিহাস গড়েছেন ভারতীয় নারী শেরি সিং। দীর্ঘ ৪৮ বছর পর ভারতের ঝুলিতে ফিরল এই মর্যাদাপূর্ণ খেতাব। বিশ্বের ১২০টিরও বেশি দেশের প্রতিযোগীদের পেছনে ফেলে জয়ী হয়েছেন শেরি সিং। তার এই সাফল্যকে ভারতীয় গণমাধ্যমগুলো নারীর ক্ষমতায়নের এক ঐতিহাসিক মুহূর্ত হিসেবে বর্ণনা করেছে। মুকুট জয়ের পর অনুভূতি জানাতে গিয়ে শেরি বলেন, এই জয় শুধু আমার নয়, এটি প্রতিটি নারীর, যারা নিজেদের সীমা ছাড়িয়ে স্বপ্ন দেখতে সাহস করেন। আমি বিশ্বাস করি, আসল সৌন্দর্য শক্তি, সহমর্মিতা ও মানসিক দৃঢ়তার মধ্যেই নিহিত। ভারতের ইউএমবি পেজেন্টসের জাতীয় পরিচালক উর্মিমালা বোরুয়া, যিনি শেরির মেন্টর হিসেবেও দায়িত্ব পালন করেন, বলেন, আমরা সবসময় জানতাম শেরির মধ্যে আন্তর্জাতিক মানের সম্ভাবনা আছে। তার এই অর্জন ভারতীয় নারীদের জন্য এক নতুন মানদণ্ড স্থাপন করল।...