গাজায় পানি, স্যানিটেশন এবং স্বাস্থ্যবিধি পরিষেবার জন্য ২৭ মিলিয়ন ডলার অর্থ সহায়তা দেয়ার ঘোষণা দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। গাজা শান্তি সম্মেলনে যোগ দিতে মিশরে পৌঁছে তিনি একথা বলেন। খবর বার্তা সংস্থা রয়টার্সের। গাজা যুদ্ধ বন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেয়া ‘শান্তি পরিকল্পনা’ নিয়ে আজ (সোমবার) মিশরের পর্যটন শহর শারম আল-শেখে সম্মেলনে অংশ নিচ্ছেন বিশ্বনেতারা। সম্মেলনে যোগ দিতে মিশরে গেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। যুক্তরাজ্য জানিয়েছে যে এই তহবিল ইউনিসেফ, বিশ্ব খাদ্য কর্মসূচি এবং নরওয়েজিয়ান শরণার্থী কাউন্সিলের মাধ্যমে সরবরাহ করা হবে। দুর্ভিক্ষ, অপুষ্টি ও রোগের মুখোমুখি ব্যক্তিদের কাছে পৌঁছানোর জন্য সব ব্যবস্থা করা হয়েছে। দুই বছর পর যুদ্ধ শেষ করার চুক্তির প্রথম...